জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার(জেপিটিটিসি) কক্সবাজারে ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত, তাই দ্রুত রেজিস্ট্রেশন করুন Registration Now
Menu
{{ search }}
আসুন প্রতিজ্ঞা করি-"নারী ও কন্যার ক্ষমতায়ন এবং সমতার জন্য কাজ চালিয়ে যাবো"
আসুন প্রতিজ্ঞা করি-“নারী ও কন্যার ক্ষমতায়ন এবং সমতার জন্য কাজ চালিয়ে যাবো”
“অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। এই দিনটি কেবল নারীদের সম্মান জানানোর দিন নয়, বরং নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিয়ে নতুনভাবে ভাবার এবং পরিবর্তনের শপথ নেওয়ার দিন। নারী ও কন্যাশিশুর উন্নয়ন ছাড়া একটি জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমাদের সমাজে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তবুও অনেক নারী ও কন্যা এখনও বঞ্চনার শিকার। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, নেতৃত্বের সুযোগসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সমান অধিকার নিশ্চিত করা আজ সময়ের দাবি। নারীর ক্ষমতায়ন মানেই কেবল তাদের স্বনির্ভর করা নয়, বরং সমাজে তাদের মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে, পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক পরিসরে নারীদের সমান সুযোগ প্রদান করতে হবে। লিঙ্গবৈষম্য দূর করতে হলে প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নীতিগত সংস্কার ও সম্মিলিত উদ্যোগ। আমরা জানি, একটি শিক্ষিত ও সচেতন নারী শুধু নিজেকে নয়, বরং একটি গোটা পরিবার ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই, নারীর ক্ষমতায়ন মানে শুধু নারী উন্নয়ন নয়, এটি একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস), দীর্ঘদিন ধরে নারী অধিকার ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও আমরা এ প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা বিশ্বাস করি, যখন একজন নারী এগিয়ে যায়, তখন পুরো সমাজ এগিয়ে যায়। নারীর প্রতি সকল বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে নারীর সমতা ও অধিকার নিশ্চিত করার জন্য শপথ নিই। নারীদের উন্নয়ন মানেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এই নারী দিবসে, আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি—নারী ও কন্যার ক্ষমতায়ন এবং সমতার জন্য কাজ চালিয়ে যাবো।
জেসমিন প্রেমা চেয়ারপার্সন
Sign In
The password must have a minimum of 8 characters of numbers and letters, contain at least 1 capital letter