𝐉𝐏 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 (𝐉𝐏𝐓𝐓𝐂)- এর উদ্যোগে 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐲 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐯𝐞𝐧𝐞𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦 (𝐒𝐈𝐂𝐈𝐏) -এর আওতায় অর্থ মন্ত্রণালয় কর্তৃক অর্থায়িত ও 𝐒IC𝐈𝐏-𝐑𝐄𝐇𝐀𝐁 মাধ্যমে পরিচালিত 𝙀𝙡𝙚𝙘𝙩𝙧𝙞𝙘𝙖𝙡 𝙄𝙣𝙨𝙩𝙖𝙡𝙡𝙖𝙩𝙞𝙤𝙣 𝙖𝙣𝙙 𝙈𝙖𝙞𝙣𝙩𝙚𝙣𝙖𝙣𝙘𝙚 পেশাভিত্তিক স্কিল ট্রেনিং কার্যক্রম চলছে। এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে সরকারি ভাতা সর্বোচ্চ ১৩,৫০০/- টাকা পর্যন্ত।
প্রশিক্ষণকালীন সময় প্রশিক্ষণার্থীরা যে সুবিধাগুলো পাবেন:-
টিফিন ও যাতায়াত ভাতা।

৩ মাস মেয়াদী বৃত্তিমূলক স্কিল ট্রেনিং।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান।
উত্তীর্ণদের দেশে ও বিদেশে চাকুরির সহায়তা প্রদান।
এই কার্যক্রমের লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জীবিকায়ন ও কর্মসংস্থানের সুযোগ উন্নয়ন।
